About Us

 

তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় থাকা শীর্ষ স্থানীয় প্রফেশন হচ্ছে –
“মোবাইল ফোন সার্ভিসিং ”
দেশে-বিদেশে মোবাইল ফোন টেকনিশিয়ান হিসেবে ক্যারিয়ার গড়তে প্রশিক্ষণ গ্রহনের জন্য কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ “ইন্সটিটিউট অফ মোবাইল ফোন আর্টিসান” নিয়ে এসেছে সবার জন্য সুবর্ন সুযোগ।

দক্ষ মোবাইল টেকনিশিয়ান হিসেবে ক্যারিয়ার গড়ুন। কারিগরি এবং প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে, “ইন্সটিটিউট অফ মোবাইল ফোন আর্টিসান” ফেসবুক পেইজ-এ ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ বা কল করুন: 𝟬𝟭𝟲𝟭𝟳 𝟮𝟲𝟲 𝟱𝟱𝟱
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত “ইন্সটিটিউট অফ মোবাইল ফোন আর্টিসান” দেশসেরা অভিজ্ঞ ট্রেইনারের দ্বারা প্রশিক্ষণ প্রদান করে থাকে । কোর্সে অংশগ্রহণ করে নিজের কর্মসংস্থানের পথ নিজেই সুগম করুন।
কেন প্রশিক্ষণ গ্রহণ করবেন?
✅ কম্পিটেন্ট প্রশিক্ষণার্থী পাবেন আন্তর্জাতিক মানের সরকারি সনদ।
✅ ইন্টার্ন করার সুযোগ পাবেন অ্যাসেসমেন্ট শেষে প্রশিক্ষণার্থীবৃন্দ।
✅ মোবাইল ফোন সার্ভিসিং পেশাজীবী হিসেবে আত্ম কর্মসংস্থানের সুযোগ।
✅ অত্যাধুনিক টুলস এবং ইকুইপমেন্টে সজ্জিত ল্যাবে প্রশিক্ষণ সুব্যবস্থা।

✳️ কোর্সের নামঃ মোবাইল ফোন সার্ভিসিং
✳️ কোর্সের সময়কালঃ ৩ মাস